Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Electrical Safety Tips

আপনার বাড়ীর বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ রাখুনঃ

  • বিএসটিআই কর্তৃক অনুমোদিত পরিবাহী তার ও যন্ত্রপাতি ব্যবহার করুন।
  • সকল সার্কিট যথোপযুক্ত ফিউজ ব্যবহারের মাধ্যমে নিরাপদ রাখতে হবে।
  • বাসায় ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ, ওভেন, টেলিভিশন, কম্পিউটার ইত্যদি সঠিকভাবে গ্রাউন্ডিং করা থাকতে হবে।
  • সকল সুইচ সরবরাহ লাইনের ফেজের সাথে সংযুক্ত থাকবে।
  • সিংগেল ফেজের জন্য দুই মেরু ও থ্রী ফেজের জন্য চার মেরু বিশিষ্ট মেইন সুইচ ব্যবহার করতে হবে।
  • বিকল্প জেনারেটর স্থাপনের সময় সঠিক রেটিং এর চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করতে হবে।
  • ভেজা হাতে সুইচ ব্যবহার করা ঠিক নয়।
  • বাড়ী নির্মাণের সময় নিকতবর্তী বৈদ্যুতিক লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
  • গাছ লাগানোর সময় লক্ষ রাখতে হবে যেন ওভারহেড লাইন থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় থাকে।

আপনার অফিসের বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ রাখুনঃ

  • সাব-স্টেশন এর সকল কাজ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে দিয়ে করাতে হবে।
  • পরিদর্শন বা রক্ষনাবেক্ষন ব্যতিরেকে অন্যান্য সময় উচ্চ বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি সমৃদ্ধ স্থাপনার প্রবেশদ্বার বন্ধ রাখতে হবে।
  • কাজ করার সময় লক্ষ রাখতে হবে যে লাইন ও যন্ত্র সামগ্রীর বৈদ্যুতিক সংযোগ পরিপুর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়েছে কিনা, প্রতিটি ফেজ টেস্ট করে প্রয়োজনে গ্রাউন্ডিং করে দিতে হবে।
  • প্রতিটি কর্মী কে কাজের সময় উপযুক্ত পোশাক পরিধান করতে হবে, যথোপযুক্ত জুতা, হেলমেট, গ্লাভস ব্যবহার করতে হবে।
  • কর্মীদের কে কাজের সময় অনুমোদিত নিরাপত্তা বেল্ট ও স্ট্র্যাপ ব্যবহার করতে হবে এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা নিতে হবে ।
  • বহনযোগ্য মই দিয়ে কাজ করার ক্ষেত্রে প্রয়োজনে মই বেধে কাজ করতে হবে যেন কোন ভাবেই পিছলে পড়ে না যায়।
  • কার্যক্ষেত্রে ব্যবহারের যন্ত্রপাতি সমূহ সঠিক ভাবে কাজ করছে কিনা তা লক্ষ রাখতে হবে এবং যথাপোযুক্ত ভাবে সংরক্ষন করতে হবে, ত্রূটি পূর্ণ যন্ত্রপাতি বাদ দিতে হবে।
  • বিদ্যুত সংযোগ আছে এমন লাইন বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় পরিবাহী বস্তু নিরাপদ দূরত্তে রাখতে হবে। নিরাপদ দূরত্ত অর্থঃ

 

কেভি নিরাপদ দূরত্ব
১১ কেভি ২ ফিট
৩৩ কেভি ৩ ফিট

 

অগ্নি নিরাপত্তা টিপস: