উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মন্ত্রনালয় থেকে ইউনিয়ন পর্যায় পযর্ন্ত জাতীয় তথ্য বাতাযনের অধীনে মোট 33052টি জাতীয় তথ্য বাতায়ন (পোর্টাল/ওয়েবসাইড) রয়েছে। তথ্য ও অন্যান্য সেবার জন্য প্রতিদিন প্রায় 1 লক্ষ লোক এ তথ্য বাতায়নগুলো ব্যবহার করেন। তথ্য কমিশনের স্বপ্রনোদিত তথ্য 2014তে স্ব স্ব ওয়েবসাইটে প্রকাশযোগ্য সকল হালনাগাদ তথ্যপ্রকাশের নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু কিছু কিছু দপ্তরের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য উপাত্ত নেই বলে জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চলমান প্রক্রিয়া বাঁধাগ্রস্থ হওয়ার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার চর্চা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পত্র নং-04.00.0000.833.34.001.19.145 তারিখঃ 05-09-2020ইং এবং বিভাগীয় কমিশনার, খুলনা এর পত্র নং-05.44.0000.009.05.001.171 তারিখঃ-15-09-2020ইং এর মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমতাবস্থায় আপনার আওতাধীন সকল দপ্তরকে নিজ নিজ ওয়েবসাইটের তথ্য জরুরী ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS